ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা দুই ভাই নিহত 

 ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা দুই ভাই নিহত 

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বেজুড়া গ্রামের আপ্তাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। তারা আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, সোহাগ ও শুভ মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় পৌঁছার পর সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে দুই জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূইয়া বাংলানিউজকে বলেন, মাধবপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। ঘটনাস্থলের পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।