ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বাসের ধাক্কায় সজল সেলিম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

সজল সেলিমকে হাসপাতালে নিয়ে যাওয়া বাসযাত্রী মো. ফারুক হোসেন জানান, তিনি আল আরাফাহ পরিবহনের একটি বাসে করে সায়দাবাদ থেকে চাঁদপুর যাচ্ছিলেন। হানিফ ফ্লাইওভারের কাজলা ঢাল দিয়ে বাসটি নামার সময় সামনে থাকা ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের যাত্রী ছিটকে পাশে পড়ে গেলেও বাসের চাকায় স্পৃষ্ট হন চালক সজল। তখন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত সজলের বড় ভাই মো. মনির হোসেন জানান, তাদের বাড়ি ঢাকার দোহার কলাকোপা বান্দুরা এলাকায়। বাবার নাম মৃত ওসমান গনি। সজল দুই ছেলে ও স্ত্রীসহ রায়েরবাগ মদিনাবাগে থাকতেন। মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন তিনি। সকালে বাসা থেকে বের হয়েছিলেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে তার দুর্ঘটনার খবর জানতে পারেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।