ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিনামূল্যে বাইসাইকেল পেল বাগমারার ৯৯ কিশোরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
বিনামূল্যে বাইসাইকেল পেল বাগমারার ৯৯ কিশোরী

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার ৯৯ কিশোরীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে।  

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজশাহী জেলা প্রশাসকের সহধর্মিণী তাহমিনা রহমান শিশির।

টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জনের ইএএলজি প্রকল্পের আওতায় বাগমারা উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের ৯৯ কিশোরীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।  

‘ইএএলজি প্রকল্পের সুফলে নাগরিকের দুয়ারে জনপ্রতিনিধি’ উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা রহমান শিশির বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে জবাবদিহি বাড়াতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করলে স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে। সেই লক্ষ্যে রাজশাহীতে স্থানীয় সরকারের ইএএলজি প্রকল্প ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সফলতার সঙ্গে কাজ করছে। এই প্রকল্প ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ, নারী ও শিশুবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে কারিগরি সহায়তা দিচ্ছে। ফলে ইউনিয়ন পরিষদগুলো এখন মানুষের কাছে জনবান্ধব সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রধান অতিথি আরও বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ইএএলজি প্রকল্পের আওতায় বাগমারা উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র ও মেধাবী ৯৯ কিশোরীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এতে তারা উপকৃত হবে এবং ভবিষ্যৎ চলার পথ শুভ হবে।

রাজশাহী জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডি) শাহানা আখতার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান ও ভাইস চেয়ারম্যান মোসা. মমতাজ আক্তার বেবী, উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান। অনুষ্ঠানে ইএএলজি প্রকল্পের কার্যক্রমের অগ্ৰগতি উপস্থাপন করেন রাজশাহীর ডিএফ আবু হেনা মস্তফা কামাল।

ইএএলজি প্রকল্পের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শাহানা আখতার জাহান বলেন, রাজশাহী জেলার ৩০টি ইউনিয়ন ও দুইটি উপজেলা পরিষদকে ইএএলজি প্রকল্পের আওতায় আনা হয়েছে। ইএএলজি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, গণশুনানিসহ বেশ কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এর মাধ্যমে নির্বাচনের পরে প্রত্যেক জনপ্রতিনিধি তার ভোটারের কাছে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে দুটি করে ওয়ার্ড সভা করে থাকি। তাতে অন্তত ২ থেকে ৫ শতাধিক মানুষ উপস্থিত থাকে। সভায় জনগণের চাহিদা অনুযায়ী পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিকদের অভিযোগের জবাব সামনা-সামনি দিতে পারছেন। ফলে কোনও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তার ভোটারদের থেকে দূরে চলে যাবে সেই সুযোগ নেই। এছাড়া মানুষ নাগরিকের চাহিদা অনুযায়ী রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত করা, দারিদ্র্য রোধ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কৃষকের চাহিদা ও কৃষি খাতের উন্নয়নসহ নানা বিষয়ের উন্নয়ন ঘটানো যাচ্ছে।

ইএএলজি প্রকল্পের আওতায় বাগমারা উপজেলার পরিষদ ও নারী উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের ৯৯ জন কিশোরী সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।