ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভেকু চাপায় শ্রমিক নিহত, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
ভেকু চাপায় শ্রমিক নিহত, চালক আটক

নরসিংদী: নরসিংদীর পলাশে ভেকু চাপায় বাচ্চু ফকির (৫৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গা বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু ফকির ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। তিনি বাজারে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো এদিনও সকালে হাসানহাটা গ্রামের নিজ বাড়ি থেকে ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতে যান বাচ্চু ফকির। ওই সময় ডাঙা বাজারে সামনের সড়কে চলছিলো মেরামতের কাজ। বাচ্চু ফকির বেলা সাড়ে ১১টার দিকে সড়কটি পার হওয়ার সময় ভেকুর নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাজারের লোকজন জড়ো হয়ে ভেকুর চালককে আটক করে পুলিশে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভেকু চালককে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি চালকের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।