ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে র‌্যাবের অভিযানে ২৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
রাজধানীতে র‌্যাবের অভিযানে ২৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীতে নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশুখাদ্য, কসমেটিক্স ও অবৈধ এবং মানহীন গিজার উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে একাধিক প্রতিষ্ঠানকে ২৫ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কদমতলী, কামরাঙ্গীরচর ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।