ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্যাংকলরি কেড়ে নিল যুবকের প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
উল্লাপাড়ায় ট্যাংকলরি কেড়ে নিল যুবকের প্রাণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরির চাপায় ইনজামুল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চৌকিদহ ব্রিজ এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইনজামুল উপজেলার চর নূরগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন- চর পেচরপাড়া গ্রামের গোলাম আম্বিয়ার ছেলে নাইম ও একই গ্রামের আব্দুর রউফের ছেলে সিয়াম। হতাহতরা মামাতো ফুফাতো ভাই।

স্থানীয়রা জানান, বিয়ের বাজার নিয়ে তিনজন মোটরসাইকেলে উল্লাপাড়া থেকে বড়হরের দিকে যাচ্ছিলেন। তারা চৌকিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গ থেকে বাঘাবাড়ি নৌ-বন্দরগামী একটি ট্যাংকলরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইনজামুল। বাকি দুজনও গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকলরিটি জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।