ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় রাস্তায় পড়েছিল যুবকের নিথর দেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
নওগাঁয় রাস্তায় পড়েছিল যুবকের নিথর দেহ  প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁ সদর হাসপাতাল স্টাফ কোয়ার্টার এলাকা থেকে অজ্ঞাত ২০ বছর বয়সী এক যুবকের মরদেহ পেয়েছেন এলাকাবাসী।  

বুধবার (২৮ ডি‌সেম্বর) রাতে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবকের নিথর দেহ।

তার নাম-পরিচয় এখনবধি নিশ্চিত করা যায়নি।

সদর হাসপাতাল স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা শাহনেওয়াজ রক্সি বাংলানিউজকে জানান, গত কয়েকদিন থেকে ওই যুবক এলাকায় ঘুরাফেরা করছিলেন। সে সময় আমাদের মনে হয়েছিল তিনি মানসিক ভারসাম্যহীন। গতকাল রাতে এলাকাবাসী স্টাফ কোয়ার্টারের সামনে যুবককে পড়ে থাকতে দেখে। অসুস্থ মনে করে তাকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসকরা জানায়, যুবক মারা গেছেন আগেই।  

ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল।  

তিনি জানান, মরদেহটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে, কীভাবে মারা গেলেন ওই যুবক। এরপর  ডিএনএ পরীক্ষা করা হবে পরিচয় শনাক্তের জন্য। পরীক্ষা শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।   

নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।