ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সীমান্ত থেকে আটক সেই আরবীয় ঘোড়া আনসারের কাছে হস্তান্তর  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
সীমান্ত থেকে আটক সেই আরবীয় ঘোড়া আনসারের কাছে হস্তান্তর  

সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরার বাঁশদাহ সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা একটি আরবীয় রেসিং ঘোড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন দপ্তরে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বির কাছে ঘোড়াটি হস্তান্তর করেন।

এ সময় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি কমান্ডার কর্নেল মামুনুর রশীদ বলেন, ভারতে পাচারকালে গত ১৫ আগস্ট ভোরে সাতক্ষীরা সীমান্তের বাঁশদাহ এলাকা থেকে থ্রু ব্রেড জাতের আরবীয় একটি ঘোড়া আটক করা হয়। ঘোড় দৌড়ের জন্য এ জাতের ঘোড়ার বিশেষ চাহিদা রয়েছে। এ জাতের ঘোড়া ক্ষেত্র বিশেষে ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচে।  

আটক ঘোড়াটি দেশ সুরক্ষার কাজে ব্যবহার করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।