ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিকুঞ্জে কলেজ হোস্টেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
নিকুঞ্জে কলেজ হোস্টেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, নিকুঞ্জ সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল ১৪ তলা ভবনের নবম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।