ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
কিশোরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৩৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জেলা সদর উপজেলার নগুয়া প্রথম মোড় এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ময়নুল ইসলাম রানা (৩৮) ও করিমগঞ্জ উপজেলার কান্দাইল-কামারহাটিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে মো. নয়ন মিয়া (৩৮)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম তারাপাশা এলাকা থেকে রানা ও নয়নকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০টি ইয়াবা ট্যাবলেট, ৫০ হাজার টাকা ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই দু’জন তাদের মাদক কেনাবেচা সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।  তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।