ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারত ফেরত বাংলাদেশির করোনা শনাক্ত 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
ভারত ফেরত বাংলাদেশির করোনা শনাক্ত 

বেনাপোল( যশোর): বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে ফেরত আসার সময় সাদ্দাম শেখ (১৯) নামে এক বাংলাদেশি যুবকের করোনা শনাক্ত হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি দেশে ফেরেন।

করোনা শনাক্ত হওয়া সাদ্দাম শেখ খুলনার দৌলতপুর এলাকার মনসুর শেখের ছেলে। তিনি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে গিয়েছিলেন।

ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। পরে তাকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করা হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, সম্প্রতি কয়েকটি দেশে করোনার নতুন ধরন দেখা দেওয়ায় সরকারের নির্দেশনায় ভারত ফেরত সন্দেহভাজন যাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা আবার শুরু হয়েছে। করোনা পজিটিভ যুবককে আইসোলেশনে নেওয়া হয়েছে।  

তবে ওই যুবক করোনার নতুন ধরন বিএফ.৭ দ্বারা সংক্রমিত কি না, বা তা পরীক্ষা করা হবে কি না, এসব বিষয়ে জানাতে পারেননি তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।