ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে বাস চালিয়ে পালালেন চালক, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে বাস চালিয়ে পালালেন চালক, আহত ১০ ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী এক প্রার্থীর আনন্দ মিছিলে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস উঠিয়ে দেয় চালক। এতে অনন্ত ১০ জন আহত হয়েছেন।

 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই বাসের যাত্রী, চালক ও সহকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণ বাসটি ভাঙচুর করে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)  টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বাংড়া ধোনাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।  

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করেছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী চান মাহমুদকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিজয়ী ঘোষণা করা হয়। এ খবরে রাতেই তার সমর্থকরা নতুন বাজার এলাকায় আনন্দ মিছিল বের করে। এসময় ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস মিছিলের উপর গাড়ি চালিয়ে দেয়। তাৎক্ষণিক বাসের যাত্রীরা নেমে পড়ে এবং চালক ও এর সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা বাসটি ভাঙচুর করে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসএমএকে/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।