ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩০ প্রতিষ্ঠানের সা‌ড়ে তিন কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
বরিশালে ৩০ প্রতিষ্ঠানের সা‌ড়ে তিন কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া

বরিশাল: বরিশাল সি‌টি কর‌পো‌রেশন বা‌দে ৩০টি প্রতিষ্ঠানের কা‌ছ থেকে সা‌ড়ে তিন কোটি টাকার বেশি বকেয়া বিল আদায় করতে পারছে না বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওজোপাডিকো লিমিটেড।

ওজোপাডিকো বলছে, সাধারণ গ্রাহকদের কাছে ২ কোটি টাকা পাওনা রয়েছে।

পাওনা আদায়ে প্রায় ২০০ শতাধিক মামলাও করা হয়েছে।

তথ্য মতে, বরিশাল জেলা পুলিশের কাছে প্রায় ৮৪ লাখ টাকা, সার্কিট হাউজের কাছে ১২ লাখ, শিল্পকলা একাডেমির কাছে সাড়ে ৫ লাখ, সিভিল সার্জনের কাছে ৬ লাখসহ মোট ৩০টি প্রতিষ্ঠানের কাছে ৩ কোটি ৭২ লাখ টাকা পাওনা রয়েছে ওজোপাডিকো লিমিটেড।

কোম্পানির বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম বলেন, সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বকেয়া বিল উত্তোলন করতে মামলা দায়েরের বিধান নেই। এজন্য তাদের চিঠি দিয়ে বকেয়া পরিশোধের অবহিত করা হয়েছে।

বিদ্যুৎ বিল বকেয়া থাকা প্রশ্নে বরিশালের পুলিশ সুপার ওয়াহেদুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক জায়েদা আনোয়ার বলেন, কয়েকদিন আগেই ৭ লাখ টাকা পরিশোধ করেছি। ৬ লাখ টাকা বকেয়া রয়েছে। এই টাকা পরিশোধে মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

বরিশাল শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মাদ হাসানুর রশীদ বলেন, চলতি বছরের জুন পর্যন্ত বিল পরিশোধ করা আছে। এরপরও সাড়ে ৫ লাখ টাকা বকেয়া হয়েছে। বিষয়টি আমরা কেন্দ্রীয় শিল্পকলায় আবেদন করেছি। বরাদ্দ এলেই পরিশোধ করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ডি‌সেম্বর ৩০, ২০২২
এমএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।