ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে গাড়ির ধাক্কায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
দিনাজপুরে গাড়ির ধাক্কায় বাইকার নিহত প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাজেদুর রহমান সোহেল (৪৫) নামে এক মোটরসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার উপজেলার দকচাই রাস্তার মোড়ে বোচাগঞ্জ-ঠাঁকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাজেদুর রহমান সোহেল উপজেলার ২ নম্বর ঈশানিয়া ইউনিয়নের ঝিনোড় গ্রামের আব্দুল বাসেদের ছেলে। তিনি একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে তার ফার্মেসিতে যাচ্ছিলেন। পথে দকচাই মোড়ে ঠাকুরগাঁওগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সকালে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।