ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌচাকে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
মৌচাকে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আহত ২ হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত কর্মী

ঢাকা: রাজধানীর মৌচাক এলাকায় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত দুই জামায়াত কর্মীকে আটক করে চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আহতরা হলেন আল আমিন (২৫) ও আব্দুর সোবহান (৬২)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে এ সংঘর্ষ হয়।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক জানান, মৌচাক-মালিবাগ এলাকায় মিছিল করার সময় তারা আহত হন। তাদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত আল আমিন তেজগাঁও এলাকার ইউনিট জামায়াত নেতা। বাসা নাবিস্কো এলাকায়, আব্দুর সোবহান জামায়াত কর্মী। আল আমিন মাথায় আঘাত পেয়েছে। আর অপরজনের হাতে আঘাত।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।