ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার হাত ধরেই আমাদের যত অর্জন: শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
শেখ হাসিনার হাত ধরেই আমাদের যত অর্জন: শিক্ষামন্ত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কাউকে ভুলে যান না। অতিমারির সময় তিনি সব শ্রেণি পেশার মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন।

সাংবাদিকরাও এর থেকে বাদ পড়েননি। তিনি যেমন কাউকে ভুলে যান না, সেটা যেন আমরা মনে রাখি। শেখ হাসিনার হাত ধরেই আজ দেশ এগিয়ে চলছে, তার হাতেই দেশ নিরাপদ। তার হাতেই পদ্মা সেতু হয়েছে, তার হাতেই মেট্টোরেল উদ্বোধন হয়েছে, কর্ণফুলীতে হচ্ছে টানেল এবং আজ পর্যন্ত আমাদের যত অর্জন তার সবকিছুই কিন্তু তার হাতে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় হলরুমে জেলার ৮ উপজেলার সাংবাদিকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে পথ দেখিয়েগেছেন। সেই দেখানো পথে তার কন্যা আমাদের উন্নত ও সমৃদ্ধ দেশের নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর আমরা এখন স্বপ্ন দেখি ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে পারব। আমরা উন্নয়নশীল দেশের কাতারে শামিল হচ্ছি।

দীপু মনি বলেন, চাঁদপুরেই গত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে, তার আগে বহু দশকেও সেরকম উন্নয়ন হয়নি। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। তার কাছে জনগণের যে কোনো প্রয়োজনের কথা তুলে ধরা মাত্র তার সাধ্যমতো যতটুকু সামর্থ থাকে তা দিয়ে জনগণের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য সিদ্ধান্ত দেন। তিনি এমন একজন রাষ্ট্রনায়ক যিনি তড়িৎ সিদ্ধান্ত দিতে পারেন এবং সে সিদ্ধান্ত বাস্তবায়নও দ্রুততার সঙ্গে করেন। তার এ দূরদর্শিতা ও সাহসিকতার কারণে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কারণ তিনি আমাদের যা স্বপ্ন দেখিয়েছেন, তার সব কিছু বাস্তবায়ন করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ করে দিয়েছেন। আজকে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। যেখানে সবকিছুই স্মার্ট হবে।

শিক্ষামন্ত্রী বলেন, সাংবাদিকদের সঙ্গে আমার আত্মার সম্পর্কে। কারণ আমার বাবা এ পেশায় জড়িত। ছোটবেলা থেকেই আমি তা দেখে এসেছি। চাঁদপুর প্রেসক্লাবের একজন সদস্য। আমি এই প্রেসক্লাবের সঙ্গে আছি, সবসময় পাশে থাকব এবং প্রেসক্লাবের জন্য আমার সাধ্যমতো কাজ করার চেষ্টা করব। এখানে আসলে মনে হয়, আমি নিজের পরিবারের মধ্যেই আছি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পত্রিকাগুলো সকালে হাতে পেলে আমরা দেখতে পাই প্রথম পাতাতেই অনেক সময় নেতিবাচক সংবাদ। কিন্তু প্রথম পাতায় ইতিবাচক সংবাদগুলোও নিয়ে আসা প্রয়োজন। কারণ অনেক মানুষের সকাল শুরু হয় তার পত্রিকার সংবাদ পড়া দিয়ে। সেখানে নেতিবাচক সংবাদগুলো প্রভাব পড়ে। সব ইতিবাচক সংবাদ হবে তাও আমি বলছি না, যেখানে সমস্যা ও সংকট আছে তাও তুলে ধরতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন। সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লু রহমান।

বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং সমাবেশে অংশগ্রহণকারী উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতারা।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৩ সালের সভাপতি এইচ এম আহসান উল্যাহ ও সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন।

সমাবেশের শুরুতেই শিক্ষামন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের অনুদানের চেক বেশ কয়েকজন সাংবাদিকদের হাতে তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।