ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পূর্ব শত্রুতার জেরে হামলা, লাথিতে গর্ভের সন্তানের মৃত্যু!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
পূর্ব শত্রুতার জেরে হামলা, লাথিতে গর্ভের সন্তানের মৃত্যু! প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইতালীয়ান প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভে থাকা চার মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে কান্নাজড়িত কণ্ঠে বিষয়টি সাংবাদিকদের ডেকে জানান প্রবাসী স্ত্রী শ্রাবন্তী আক্তার।

এর আগে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক গ্রামে ইতালীয়ান প্রবাসী আল মামুনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা।

ভুক্তভোগী আল মামুন জানান, তিনি ১৪ বছর ধরে ইতালী থাকেন। ছয় মাস আগে ছুটিতে বাড়িতে আসার পর তার স্ত্রীর গর্ভে সন্তান আসে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতাদের জেরে একই এলাকার আ. জাব্বার, ইছব আলী ও মোজাম্মেলসহ ৮-১০ জন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার স্ত্রী শ্রাবন্তীকে লাথি মেরে আহত করে। তাকেও মারধর করে। একপর্যায়ে শ্রাবন্তী ব্যাথায় অস্তির হয়ে গর্ভে থাকা সন্তান মৃত প্রসব করে। শুক্রবার ভোরে নরসিংদী সদর হাসপাতালে শ্রাবন্তীকে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়।

প্রতিপক্ষের ইছব আলী বলেন, ইতালী প্রবাসী আল-মামুন আমার ভাতিজা সোহানকে মারধর করে। এ ঘটনায় সোহানের বাবা মোয়াজ্জেম তাদের বাড়ির সামনে গিয়ে উত্তেজিত হয়ে কথাবার্তা বলে চলেন আসেন। তাদের কোনো মারধর করা হয়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, প্রতিপক্ষের লাথির শিকার হয়ে প্রবাসীর স্ত্রী মৃত সন্তার প্রসব করে বলে শুনেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।