ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শি জিনপিং

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শি জিনপিং

ঢাকা: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট  শি জিনপিং।

বঙ্গভবন প্রেস উইং জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

প্রেসিডেন্ট শি জিনপিং জানান, তিনি চীন-বাংলাদেশ সম্পর্ককে একটি  নতুন মাত্রায়  নিয়ে যেতে ও উভয় দেশের  জনগণের কল্যাণে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে এক সাথে কাজ করতে চান।

৮০ বছরে পা রাখলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৯৪৪ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এমইউএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।