ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জনুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জ্জামান জামান জানান, ধীরাশ্রম এলাকায় ঢাকা- জয়দেবপুর রেললাইনের পাশে বসে ছিল ওই যুবক। একপর্যায়ে একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এসময় ওই যুবক রেললাইনের উপর মাথা দেয়। পরে  ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে হাফ হাতা গেঞ্জি ও কালো রঙের জ্যাকেট রয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
আরএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।