ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের মাহমুদ সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
বাংলানিউজের মাহমুদ সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য নির্বাচিত মাহমুদ হোসেন

সিলেট: শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট মাহমুদ হোসেন। সদস্য পদে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন।



নির্বাহী সদস্য পদে ৬৮ ভোট পেয়ে ১ম হয়েছেন মো. শাহীন আহমদ। এছাড়া রনজিৎ কুমার সিংহ ৫৬ ভোট, মো. আনোয়ার হোসেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো নারী সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন হাসিনা বেগম চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী সিলেটের প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদীকে মাত্র ৩ ভোটে পরাজিত করেছেন তিনি। সিলেটের পতিতযশা সাংবাদিক প্রয়াত অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর স্ত্রী হাসিনা বেগম চৌধুরী।

সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিউজবাংলার নিজস্ব প্রতিবেদক দেবাশীষ দেবু পেয়েছেন ৩৯ ভোট।

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানা সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন হয়।  

নির্বাচন চলাকালীন সিলেটের সর্বস্তরের রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতারা, সুধী-সমাজের প্রতিনিধিরা নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় সিলেট জেলা প্রেসক্লাব বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

এছাড়া সহ-সভাপতি (প্রথম) পদে মনিরুজ্জামান মনির ৫৬ ভোট, সহ-সভাপতি (দ্বিতীয়) পদে সাঈদ চৌধুরী টিপু ৬১ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ) ৬২ভোট, কোষাধ্যক্ষ পদে আনন্দ সরকার ৭৩ ভোট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে একাত্তরের কথার মিঠু দাস জয় ৭৯ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুলতান সুমন ৫৬ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. এনামুল কবীর ৫৪ ভোট, পাঠাগার সম্পাদক পদে মো. আবু বক্কর ৫৪ ভোট, দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান রনি ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন।

অনুষ্ঠিত নির্বাচনে ৩ স্বতন্ত্র দুটি প্যানেল ও স্বতন্ত্রসহ ২৯ জন প্রার্থী অংশ নেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম।

নির্বাচন কমিশনার ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। ভোটগণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।