ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় থার্টি ফার্স্ট নাইটে হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
কুমিল্লায় থার্টি ফার্স্ট নাইটে হত্যার ঘটনায় মামলা

কুমিল্লা: কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় পূর্ব বিরোধের জেরে ফয়সাল ইসলাম হৃদয় নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) হৃদয়ের বড় ভাই পারভেজ হোসেন বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ সরকার।

জানা গেছে, মামলায় স্থানীয় মনির হোসেনকে প্রধান আসামি করে ৬ জনের নামোল্লেখ ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।  

পুলিশ কর্মকর্তা মো. হানিফ সরকার বলেন, আমরা মামলা নিয়েছি। তদন্তের স্বার্থে এখনই অন্য আসামিদের নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমরা দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখেছি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।  

নিহত হৃদয় নগরীর দক্ষিণ চর্থা বড়পুকুর পাড় এলাকার বাবু মিয়ার ছেলে। শনিবার দিনগত থার্টি ফার্স্ট নাইটের পার্টি থেকে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।