ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে পুলিশ সদস্যের বাড়িতে চুরি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
ইসলামপুরে পুলিশ সদস্যের বাড়িতে চুরি! বাড়িটি

জামালপুর: জামালপুরের ইসলামপুরে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বাড়িতে চুরি হয়েছে। ওই পুলিশ সদস্য সিরাজগঞ্জ থানায় কর্মরত আছেন।

সোমবার (২ জানুয়ারি) সকালে পুলিশ সদস্যের বাবা ইসলামপুর উপজেলার বেনুয়ারচর গ্রামের বাড়িতে এসে দেখেন ঘরের গেইটের তালা ভাঙা।

পরে ভেতরে ঢুকে দেখেন ঘরের সমস্ত আসবাবপত্র চুরি হয়ে গেছে। এর আগেও গত বছরের ৮ মার্চ একই কায়দায় সমস্ত মালামাল ‍চুরি হয়েছে।

ওই ‍পুলিশ সদস্যের বাবাও পুলিশের উপ-পরিদর্শক ছিলেন। বর্তমানে তিনি অবসরে গেছেন। তিনি ছেলের কর্মস্থল সিরাজগঞ্জে সপরিবারে থাকেন।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হোসেন আলী জানান, বেশিরভাগ সময়ই ঘরে তালা মেরে তিনি সস্ত্রীক ছেলের সঙ্গে সিরাজগঞ্জে থাকেন। সেই সুযোগে চোরের দল সমস্ত মালামাল চুরি করে নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।