ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পিকআপভ্যানের কেবিনে মিলল ১৪ কেজি গাঁজা, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
পিকআপভ্যানের কেবিনে মিলল ১৪ কেজি গাঁজা, আটক ৩

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকআপভ্যানের কেবিন থেকে ১৪ কেজি গাজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, লালমনির হাট সদর উপজেলার আটবিল ধারসকর গ্রামের মৃত আনসার আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), খোচাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে লিমন (২৬) ও তালুখাড়াটি গ্রামের নূর আলমের ছেলে মিলন (২৬)।

ওসি আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার (০২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৭-১৭৮১) তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপভ্যানের কেবিন থেকে টেপ মোড়ানো অবস্থায় ৭ কেজি করে দুইটি বাণ্ডিলে থাকা ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের নামে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।