ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ২১ ঘণ্টা পর নদীতে মিলল বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
নিখোঁজের ২১ ঘণ্টা পর নদীতে মিলল বৃদ্ধের মরদেহ

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর হায়দার আলী (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি পাওয়া যায়।

হায়দার আলী বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের হাতেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হায়দার আলী সোমবার (০২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকায় গোসল করতে যান। এরপর সন্ধ্যা পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর দেখা যায় তার কাপড় নদীর ঘাটে পড়ে আছে।

পরে মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজন ওই ঘাট এলাকায় নদীর পানিতে নেমে অনুসন্ধান চালায়। এক পর্যায়ে ভাসমান অবস্থায় হায়দার আলীর মরদেহ পাওয়া যায়।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।