ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ির উঠানে গাঁজা গাছ, যুবক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
বাড়ির উঠানে গাঁজা গাছ, যুবক আটক 

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা গাছ চাষ করায় হালিম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের পূর্ব দর্জিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

আটক হালিম তেঁতুলিয়া সদর ইউনিয়নের পূর্ব দর্জিপাড়া গ্রামের ফজলুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আসামি হালিম গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়ির আঙিনায় চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকেলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।  

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে বলেন, অভিযানের সময় একটি আট ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ করা হয়। গাছসহ তাকে থানায় নিয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।