ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে রেলের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
নারায়ণগঞ্জে রেলের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রেল কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে শহরের ২ নং রেলগেট এলাকা থেকে এ অভিযান পরিচালনা করে রেল কর্তৃপক্ষ।

 

অভিযানে থাকা একাধিক উচ্ছেদ কর্মী বলেন, আমরা এর আগেও এখানে কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আজও করছি। রেলের জায়গার পাশ দিয়ে যত অবৈধ দোকান বা স্থাপনা আছে সবকিছু উচ্ছেদের নির্দেশ রয়েছে।

নারায়ণগঞ্জ রেল পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, এরই মধ্যে আমরা শতাধিক অবৈধ স্থাপনা-দোকান উচ্ছেদ করেছি। অভিযান চলছে ঠিক কতগুলো উচ্ছেদ হবে তা এখনি বলা যাচ্ছে না। অবৈধ স্থাপনা বা দোকান কোনোটাই ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।