ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৯৮ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশের রেফুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
৯৮ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশের রেফুল

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ৩৫ মিলিয়ন দিরহামের বিগ টিকেট ড্র জিতলেন আল আইন শহরের বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রেফুল। তিনি আবুধাবি বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের মেগা র‍্যাফেল ড্রতে এ বিপুল পরিমাণ অর্থ জিতেছেন।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৮ কোটি ১৭ লাখ টাকা।

আল আইন প্রবাসী রেফুল লটারি জেতার পর কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও প্রথমে ফোনে তাকে পাচ্ছিল না। যদিও পরে তার সঙ্গে যোগাযোগ করে লটারি জেতার বিষয়টি জানানো হয়।

রেফুল ১০ ডিসেম্বর এ লটারি টিকেট কিনেছিলেন। তিনি পেশায় একজন পিকআপ চালক।

১২ বছর ধরে রেফুল আমিরাতে বসবাস করছেন। নয় বছর ধরে তিনি ডিউটি ফ্রি শপের টিকেট কিনছেন।

রেফুল জানান, কখনো ভাবেননি যে তিনি লটারি জিততে পারবেন। তবে পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন তা তিনি এখনো ঠিক করেননি।

সূত্র: কালের কণ্ঠ

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।