ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় লরিচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
নেত্রকোনায় লরিচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলায় মাটিবাহী লরির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পঞ্চননপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪০) ও একই এলাকার রতন মিয়ার ছেলে শাহ পরান (২৫)।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেন জীবিকা নির্বাহ করার জন্য তার পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। মঙ্গলবার তিনি ব্যক্তিগত কাজে বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে শাহপরানকে নিয়ে জাকির হোসেন নেত্রকোনা শহরের দিকে আসছিলেন। পথে সদর উপজেলার পঞ্চাননপুর বাজারে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী পাকা সড়কে ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা মাটি বোঝাই একটি লরি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। শাহপরান নামে অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ময়মনসিংহ নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বাংলানিউজকে জানান, লরিটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।