ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

আমতলীতে জেলেদের মধ্যে ৪০টি ছাগল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
আমতলীতে জেলেদের মধ্যে ৪০টি ছাগল বিতরণ

বরগুনা: আমতলী উপজেলার হলদিয়া, চাওড়া, আঠারগাছিয়া, আরপাঙ্গাশিয়া ও পৌরসভার ২০ জন জেলের মধ্যে ৪০টি ছাগল ও পালনের জন্য ২০টি ঘর বিতরণ করা হয়েছে।  

বুধবার (৪ জানুয়ারি) দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আমতলী উপজেলা মৎস্য অফিস কর্যালয়ের সামনে এ ছাগল বিতরণ করে।

 

ছাগল বিতরণ উদ্বোধন করেন, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম।

এ সময় বক্তব্য দেন, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান ও মেরিন ফিসারিজ কর্মকর্তা এসএম ফারাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।