ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
ফরিদপুরে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরে ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছে থেকে একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়।

বুধবার (০৪ জানুয়ারি) বিকেলে ডিবির পরিদর্শক মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- জেলার ভাঙ্গা উপজেলার চরকান্দা গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (৩৫) ও একই গ্রামের ঠাণ্ডু মোল্যার ছেলে শুকুর মোল্যা (৩২)।

এর আগে মঙ্গলবার (০৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পশ্চিম খাবাসপুর নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে জব্দ করা হয় চোরাইকৃত একটি ইজিবাইক।

ডিবি পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে বুধবার দুপুরে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।