ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শাহীনবাবু (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর।  

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে রহনপুর-নাচোল সড়কের রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীনবাবু নাচোল উপজেলার কসবা ইউনিয়নের জাদুপুর গ্রামের মো. একরামুল হকের ছেলে। তিনি রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সম্মান ২য় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহীনবাবু সাইকেল চালিয়ে কলেজ যাওয়ার পথে চিনিয়াতলা নামক স্থানে পৌঁছলে, একটি ধানবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি (ঢাকা -মেট্রো-১৪-১২৫৬) আটক করেছে।  

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত ওই কলেজ ছাত্রের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।