ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় দেখা মিলছে না সূর্যের, বাড়ছে শীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
নওগাঁয় দেখা মিলছে না সূর্যের, বাড়ছে শীত

নওগাঁ: নওগাঁয় চলমান রয়েছে হিমেল বাতাস আর কুয়াশা, ফলে বাড়ছে শীতের তীব্রতা। গত দুই দিন থেকে বিকেলে পর্যন্ত সূর্যের দেখা মিলেনি নওগাঁয়।

ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা  হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্ৰি সেলসিয়াস।

নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, গত ২ দিন থেকেই জেলাজুড়ে এমন ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। এ ঠান্ডার প্রকোপ আরও বেশ কয়েকদিন থাকতে পারে।

ঠান্ডায় দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক কৃষক। সকাল হলেই যাদের জমিতে যেতে হয়, তাদের পড়তে হয়েছে কষ্টের মুখে। ঠান্ডার ফলে জমি তৈরি করতে মাঠে নামতে পাড়ছেন না কৃষক।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।