ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের সদস্য আসাদুল হককে (২৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাতে তাকে গ্রেফতার করে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট।

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া জানান, গ্রেফতার আসাদুলের সঙ্গে ভিকটিম রনি প্রামাণিকের মামাতো ভাই মালয়েশিয়া প্রবাসী টুটুলের ভালো সম্পর্ক আছে। তিনি ভালো ভিসা দিয়ে সৌদি আরবে পাঠানোর প্রলোভন দিয়ে রনির কাছে ৭ লাখ টাকা দাবি করেন।

এরপর ভিকটিম রনি সৌদি আরবে যাওয়ার জন্য বিকাশে ও নগদ তাকে ৭ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু আসাদুল ভিসা দেওয়ার কথা বলে বিভিন্নভাবে কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন।

এ ঘটনায় আসাদুলের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় একটি মামলা (নং-১১) দায়ের করা হয়। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান সিআইডি প্রধান।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।