ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২৫ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
রাজধানীতে ২৫ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর খিলগাঁও থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের একটি দল।

আটকরা হলেন- মো. শিপন মিয়া ও মো. লাল মিয়া ওরফে লালন।

এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ জানুয়ারি) দুপুর খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।