ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বামীর দেহ ঝুলছিল, স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
স্বামীর দেহ ঝুলছিল, স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন

দিনাজপুর: দিনাজপুর শহরের একটি ভাড়া বাসায় এক দম্পতির মরদেহ পড়ে আছে।  

শুক্রবার (৬ জানুয়ারি) শহরের লিলি মোড়ের লুৎফুন্নেছা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সের পার্শবর্তী বাসায় ওই মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা।

পরে তারা পুলিশকে খবর দেয়। এখনো পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়নি।

নিহতরা হলেন- শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার বাসিন্দা মজিবুর রহমান (৬৫) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ঈমান আলী বলেন, নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। মজিবুরকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এবং তার স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, ফরেনসিক বিভাগের সদস্যরা আসলে মরদহগুলো উদ্ধার করা হবে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।