ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ফেনসিডিল-ইয়াবাসহ ৫ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
সোনারগাঁয়ে ফেনসিডিল-ইয়াবাসহ ৫ জন আটক আটকরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

আটকরা হলেন- সোনারগাঁয়ের আমিনপুরের দিঘিরপাড়ের মৃত সিরাজুল হকের ছেলে মনির হোসেন (৪১), রূপগঞ্জের তারাব নোয়াপাড়ার আজগর আলীর ছেলে আবুল কালাম (৩৫), তারাব বাজারের মৃত রহমান আলীর ছেলে আলী আলম বাদল (৩৮), সোনারগাঁয়ের বড়নগরের হাবিবপুরের হাবিবুর রহমানের ছেলে মুর সাইদ হোসেন (৩২) ও আমিনপুরের মৃত চান মিয়া ব্যাপারীর ছেলে রিপন ব্যাপারী (৪৫)।

জানা গেছে, আজ (শুক্রবার) সকালে সোনারগাঁও থানাধীন দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৭০ ইয়াবা  ও ৭ বোতল ফেনসিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানে আটকদের কাছ থেকে একটি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৪০০ টাকা, ৬টি মোবাইল, ১০টি সীম জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।