ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কনকনে ঠাণ্ডায় ধান লাগাতে গিয়ে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
কনকনে ঠাণ্ডায় ধান লাগাতে গিয়ে কৃষকের মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কিরণ রায় (৩৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত কিরণ আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চলাইরপাড় গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের ছেলে।

মৃতের মা রামমালা রায় জানান, বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই কনকনে শীতের মধ্যে খেতে ইরি ধান রোপন কাজ করেছিলেন কিরন রায়।

সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে কিরন রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।

পরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিরন রায়ের বৃহস্পতিবার দিনগত রাতে মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়া‌রি ০৬, ২০২৩
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।