ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্ত্রীর সঙ্গে অভিমান করে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
স্ত্রীর সঙ্গে অভিমান করে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর সঙ্গে অভিমান করে রুহুল আমিন নামে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গভীর রাতে ফতুল্লার ভোলাইল মরা খিলপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাসায় এ ঘটনা ঘটে।

রুহুল আমিন (২৮) এ বাসায় ভাড়া থাকতেন। তিনি সিরাজগঞ্জ জেলার তারাইস থানার ইশ্বরপুর গ্রামের মৃত. আব্দুর রহমান ও করিমন বেগমের ছেলে।

রুহুল আমিনের ছোট ভাই রুবেল জানান, আমি ও আমার বড় ভাই রুহুল আমিন পাশাপাশি রুমে স্ব-পরিবারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছি। আমার ভাই এখানে অক্টোমা নামে গার্মেন্টসে শ্রমিকের এবং আমি তার কাছেই এনআর গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করি। আমার ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৩) তার ৫ বছরের কন্যা সন্তানসহ বাবার বাড়িতে বেড়াতে যান।

ভাই তার স্ত্রীকে বাবার বাড়িতে যেতে বাধা নিষেধ করার পরেও তিনি চলে যান। এতে আমার ভাই মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরে অভিমান করে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।