ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিষ প্রয়োগে মেরে ফেলল কৃষকের শতাধিক হাঁস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
বিষ প্রয়োগে মেরে ফেলল কৃষকের শতাধিক হাঁস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে পতিত জমিতে বিষ প্রয়োগ করে মো. কোবাত আলী নামে এক দরিদ্র কৃষকের শতাধিক হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় শুক্রবার (৬ জানুয়ারি) উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের ভুক্তভোগী মো. কোবাত আলী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

 

অভিযুক্তরা হলেন, একই উপজেলার শিবপুর গ্রামের মো. হান্নান ও মো. ভোলা, কাজিপুর গ্রামের মহসীন আলী ও মহরম।  

অভিযোগে ভুক্তভোগী কৃষক কোবাত আলী বলেন, তিনি ২৫০টি হাঁস পালন করে আসছিলেন। আশপাশের পতিত জমিতে শামুক খাওয়াতেন তিনি। বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরে পতিত জমিতে বিষ দিয়ে রাখেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ওই জমিতে হাঁস চড়াতে গেলে বিষ খেয়ে শতাধিক হাঁস মারা যায়। এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, বিষ প্রয়োগে হাঁস মেরে ফেলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।