ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নয়া পল্টনে ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
নয়া পল্টনে ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা: নয়াপল্টনে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটেঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া নয়াপল্টনে জাতীয়তাবাদী দলও বিক্ষোভ মিছিল করেছে।

এদিকে তারেক রহমান ও জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিবাদে শনিবার নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সকালে ও বিকেলে বিক্ষোভ মিছিল করবে তারা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এমএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।