ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ওরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ওরা 

মানিকগঞ্জ:  মানিকগঞ্জের  শিবালয় উপজেলার দশচিড়া গ্রামে বাইতুল আমান জামে মসজিদে এসে টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে ৮ প্রাইমারি স্কুলছাত্র উপহার পেল বাইসাইকেল।

শুক্রবার (৬ জানুয়ারি)  জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনোণ বিজয়ী আটজনের মাঝে বাইসাইকেলগুলো বিতরণ করেন  উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান।

মসজিদের সভাপতি আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত উদ্যোগে এই বাইসাইকেলগুলো দেওয়া হয়। এভাবে মোট চল্লিশজনের মাঝে তিনি সাইকেল দেয়ার ঘোষণা দেন।

এসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মতিউর রহমান, স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, স্থানীয় ইউপি সদস্য সহিজ উদ্দিন আদু,মসজিদের কোষাধ্যক্ষ প্রভাষক মো. আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৫  ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।