ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিপিজেএ সভাপতি ইন্দ্রজিৎ, সম্পাদক বোরহান, যুগ্ম সম্পাদক বাদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
বিপিজেএ সভাপতি ইন্দ্রজিৎ, সম্পাদক বোরহান, যুগ্ম সম্পাদক বাদল

ঢাকা: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) ২০২৩-২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ইন্দ্রজিৎ কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে কাজী বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের দেলোয়ার হোসেন বাদল।

শুক্রবার (৬ জানুয়ারী) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির নিজ কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।  

এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসিম সিকদার ও জহির উদ্দিন আহাম্মেদ সাইমন।

বিপিজেএ-র চলতি মেয়াদের প্রচার ও প্রকশনা সম্পাদক মোবারক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

কমিটিতে অন্য পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সম্পাদক বাবুল তালুকদার, কোষাধ্যক্ষ পদে আব্দুল আজিজ ফারুকী, সাংগঠনিক সম্পাদক পদে মোবারক হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল্লাহ আল মমীন, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আল আমিন লিয়ন, মো. মহুবার রহমান, মশিউর রহমান সুমন, এস এ মাসুদ।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এনবি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।