ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজের নৈশ প্রহরীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজের নৈশ প্রহরীর

যশোর: যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় মহাকাল স্কুল অ্যান্ড কলেজের নৈশ প্রহরী মাসুম সরদার (৩৮) নিহত হয়েছেন।  

শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় মহাকাল এলাকার ট্রাক টার্মিনালের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নৈশ প্রহরী মাসুম সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খালেক সরদারের ছেলে।

মহাকাল স্কুল অ্যান্ড কলেজ শাখার সহকারী শিক্ষক আবুল হাসান বলেন, শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে মাসুম সরদার মোটরসাইকেলযোগে ভাঙ্গাগেট থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত হাবিলদার আরএনডি এনামুল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
ইউজি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।