ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭২ বীর মুক্তিযোদ্ধা পেলেন উন্নতমানের কম্বল

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
৭২ বীর মুক্তিযোদ্ধা পেলেন উন্নতমানের কম্বল

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল খায়ের ফাউন্ডেশন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ উন্নতমানের কম্বল, উলের হাতমোজা ও টুপি বিতরণ করেছে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে ৭২ জন বীর মুক্তিযোদ্ধার হাতে এসব শীতনিবারক সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন, আল খায়ের বাংলাদেশের প্রতিনিধি হাবিব শাহরিয়ার, শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব ও সাবেক ডেপুটি কমান্ডার মো. ছমরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. ফুরকান উদ্দিন (বীর প্রতীক), শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ রকিব, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন প্রমুখ।

আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি হাবিব শাহরিয়ার বলেন, আল খায়ের ফাউন্ডেশন ইউকেভিত্তিক একটি সংগঠন। বিশ্বের ৭০টি দেশে এ সংগঠন কাজ করে। শ্রীমঙ্গলে ইউএনওর ব্যক্তিগত উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পাশে সামান্য ভালোবাসা নিয়ে আমরা দাঁড়াতে পেরে আজ খুব ভালো লাগছে।

ইউএনও আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, আল খায়ের ফাউন্ডেশন ২০০ পরিবারের মধ্যে বিতরণের জন্য এসব উপহারসামগ্রী দিয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলো মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বিতরণ করবো।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।