ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে অটোভ্যানে বাসের ধাক্কা, ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
মুকসুদপুরে অটোভ্যানে বাসের ধাক্কা,  ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর স্লুইচ গেট এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী মজিবর শেখ (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবর ওই উপজেলার সিন্ধিয়াঘাটের হরিশচর গ্রামের কালা চানের ছেলে। তিনি পেশার বালু ব্যবসায়ী ছিলেন।

মুকসুদপুর থানার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পারিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, মজিবর শেখ ভ্যানে করে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে এলে পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয় গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী মুন স্টার নামে একটি লোকাল বাস। এতে ব্যবসায়ী মজিবর ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক আকতার শেখ (২৭)। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মজিবরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।