ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে আবাসিক হোটেলে হত্যাকাণ্ড, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
ফরিদপুরে আবাসিক হোটেলে হত্যাকাণ্ড, আটক ১

ফরিদপুর: ফরিদপুর শহরে ‘পথিক আবাসিক হোটেল’ নামে এক আবাসিক হোটেলে আব্দুস সালাম খান (৫৯) নামে এক বৃদ্ধ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আনিছ (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৮।

শনিবার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার মৃরগী নামক এলাকা থেকে মো. আনিছকে আটক করা হয়।

আটক আনিছ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুননগর গ্রামের আমরেজ খানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি টিম জেলার কোতয়ালীর মৃরগী নামক এলাকায় অভিযান চালায়। এসময় শহরের পথিক আবাসিক হোটেলের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনিছ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, আটক আনিছের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত ০২ জানুয়ারি রাত ৮টার দিকে ফরিদপুর শহরের পথিক আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে আব্দুস সালাম খান নামের ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যু সালাম খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী নামক এলাকার আ. রহমান খানের ছেলে। পরবর্তী এ হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটনে ও জড়িতদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।