ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গি সন্দেহে বাড়ি ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
জঙ্গি সন্দেহে বাড়ি ঘেরাও

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।  

রোববার (০৮ জানুয়ারি) সকাল থেকে উপজেলার ওই বাড়িটি ঘেরাও করে রাখার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার রিপন কুমার মদক।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পুলিশ আজ (০৮ জানুয়ারি) সকালে ওই বাড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি খোঁজ করতে যায়। এসময় ওই বাড়ি থেকে এক যুবক দৌড়ে পালিয়ে যায়। পরে বাড়িটিতে তল্লাশি করে একটি কক্ষে মোবাইল, ল্যাপটপ, রেডিও, স্পিকারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়ায় আমাদের সন্দেহ হয়। জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে বাড়িটি ঘেরাও করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার রিপন কুমার মদক জানান, এখানে জঙ্গিদের কোনো কর্মকাণ্ড ছিল কি-না, তা যাচাই বাচাই করা হচ্ছে। সেনাবাহিনীকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫, জানুয়ারি ০৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad