ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।

তার নাম জানা যায়নি।

শনিবার (৭ জানুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন খান সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শনিবার দিবা গত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তায় হানিফ ফ্লাইওভারের নিচে কোন যানবাহন ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও উল্লেখ করেন, ওই নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরনে ছিল প্রিন্টের কাপড় ও সোয়েটার। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।