ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝাড়ু মিছিল করায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
ঝাড়ু মিছিল করায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি: আওয়ামী লীগের বর্ধিত সভার নামে লোক ডেকে মিথ্যা তথ্য তুলে ধরে মিছিল করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী।  

তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করায় আইনের আশ্রয় নেবেন বলে জানান এ ইউপি চেয়ারম্যান।

রোববার (০৮ জানুয়ারি) সকালে দীঘিনালা একটি বেসরকারি হোটেলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।  

অভিযোগ, ব্যক্তিগত সুবিধা না পেয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন তার অনুসারীরা মিলে মিছিল করেন।

ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে গত শুক্রবার মেরুং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন এবং তার গং বর্ধিত সভার নামে লোক ডেকে মিথ্যা তথ্য তুলে ধরেন। আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করান।  

আমজাদ হোসেন ও তার গংয়ে বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।