ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ইসমাইল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ।
 
রোববার (৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন একই উপজেলার বেজপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন বাড়ি থেকে হেঁটে বেজপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পলিয়ে গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলায় প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।